ইউপি নির্বাচন উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা

ইউপি নির্বাচন উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা

বরিশালে দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিতব্য  ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত  প্রস্তুতিমূলক সভা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সভা থেকে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন  উপহার দিতে বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তাসহ সংশি¬ষ্ট সকলকে নগর পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়।
 
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার বিএমপি  মো. শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, সকল প্রকার ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে উৎসবমুখর পরিবেশে,  স্বতঃস্ফূর্তভাবে ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন  উপহার দিতে হবে। ভোট কেন্দ্রেসমূহকে গুরুত্ব অনুযায়ী  শ্রেণিবিন্যাস, ঝুঁকি পর্যালোচনা, ভোট কেন্দ্রে  অফিসার-ফোর্স  বণ্টন,  ট্রাফিক ব্যবস্থা, নির্বাচন-পরবর্তী ঝুঁকি  পর্যালোচনা, অফিসার-ফোর্স  মোতায়েনসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সংশি¬ষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন পুলিশ কমিশনার।

প্রস্তুতিমূলক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার হেডকোয়ার্টার্স প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মোহাম্মদ এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মোহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার সাপ¬াই এন্ড লজিস্টিকস  মো. জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপ: এন্ড প্রসিকিউশন মো. মোকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার উত্তর  মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত, উপ-পুলিশ কমিশনার ডিবি মো. মনজুর রহমানসহ মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।